সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: ছাত্র ছাত্রীদের কেরিয়ার সম্পর্কে সঠিক দিশা দেখানোর জন্য স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইওর পক্ষ থেকে ক্যারিয়ার গাইডেন্স ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন রাণীনগর ১ ব্লকের ইসলামপুর এসসিএম হাইস্কুল ও লালগোলা ব্লকের রহমাতুল্লাহ হাই মাদ্রাসায় ক্যারিয়ার গাইডেন্স ক্যাম্প অনুষ্ঠিত হয়।দশম একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন। বিভিন্ন পেশার বিশেষজ্ঞগন ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এসআইওর দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি তৌসিফ আহমেদ ফায়সাল বলেন, “প্রতি বছরই জেলার বিভিন্ন প্রান্তে ক্যারিয়ার গাইডেন্স ক্যাম্প হয়ে থাকে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর ছাত্র ছাত্রীর কোন দিকে যাবে, তা অনেকে ঠিক করতে পারে না। তাই আমরা চেয়েছি একঝলকে ক্যারিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে একটা ধারণা দিতে। এর ফলে ছাত্র ছাত্রীদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।” দুই ক্যাম্প মিলে প্রায় ৫০০ ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন বলে জানান সংগঠনের জেলা সম্পাদক মতিরুল রহমান সেখ। উপস্থিত রাণীনগর ১ ব্লকের বিডিও মহম্মদ ইকবাল, লালগোলা থানার এসআই সুরোজ সরকার, রাজ্য শিক্ষা সম্পাদক সাইদ মামুন, বাঁকুড়া কলেজের প্রফেসর জিয়াউর রহমান, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কাইকুবাদ আলী, ডোমকল কলেজের অধ্যাপক তানছার মোল্লা, অধ্যাপক ইউসুফ আলী প্রমুখ। উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবকগন এসআইওর এহেন উদ্যোগকে স্বাগত জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct