দেবাশীষ পাল,মালদা,আপনজন: পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে দু দিনের হজ প্রশিক্সণ শিবির রবিবার শেষ হল। মালদা কলেজ অডিটরিয়ামে দূর্গা কিংকর হলে শনিবার এই হজ প্রশিক্ষণ শিবির শুরু হয়। ৭০০ অধিক হাজি এই প্রশিক্ষণে অংশ নেন। হাজিদের হজে যাওয়া আসা মক্কা মদিনায় থাকা খাওয়া সহ বিস্তারিত বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন হজ কমিটির আধিকারিক সৈয়দ নাইয়ার ইকবাল হাসমি। হজ উমরাহ মদিনার আরকান বিভিন্ন বিষয় নিয়ে দু দিন ব্যাপী আলোচনা করেন হজ কমিটির মাষ্টার ট্রেনার মৌলানা আসরারুল হক। ল্যাপটপ প্রজেক্টের মাধ্যমে হজের ছবি ভিডিও দেখিয়ে সহযোগিতা করেন সহযোগী ট্রেনার খলিল মল্লিক।
হাজীদের এই ট্রেনিং প্রোগ্রামে হাজীদের দোয়া নিতে আসেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাধিপতি রফিকুল হাসান প্রমুখ বিশিষ্টজনরা। মালদা জেলা সংখ্যালঘু দফতর সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ শেষে হজযাত্রীদের তাদের টিকাকরণ করা হবে। জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক মনিরুদ্দিন ফারুকী বলেন, গত দুই বছর করোনার জন্য হজযাত্রা বন্ধ ছিল। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ স্টেট হজ কমিটির উদ্যোগে প্রায় জেলার প্রায় ৭০০ জন হজযাত্রীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তাদের টিকা করণ করা হবে।উল্লেখ্য, করোনার কারণে দু বছর হজ বন্ধ থাকার পর এ বছর হজ অনুষ্ঠিত হবে। মাদলা জেলার হজযাত্রীদের হজের বিধি নিষেধ সম্পর্কে অবহিত করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct