আপনজন ডেস্ক: অবশেষে অপেক্ষার প্রহর ফুরোলো এসি মিলানের। ১১ বছর পর লিগ শিরোপা জিতল ইতালির অন্যতম ঐতিহ্যবাহী এই ক্লাব। সাসসুয়োলোকে ৩-০ গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে দলটি। জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু, বাকি গোলটা আইভরিয়ান মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসির।
শেষ ম্যাচের আগে দ্বিতীয় স্থানে থাকা নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিল এসি মিলান। সাসসুয়োলোকে হারাতে পারলেই শিরোপা, সহজ-সরল এই সমীকরণ মাথায় নিয়েই খেলতে নেমেছিল রোজোনেরিরা। ড্র করলে বা ম্যাচ হারলেই বরং ইন্টার মিলানের পয়েন্ট হারানোর জন্য অপেক্ষা করতে হতো। আজকালকার যুগে দলবদলের বাজারে ২০ লাখ ইউরো তেমন কোনো অর্থ না। এই অল্প দামেই চেলসি থেকে মৌসুমের শুরুতে জিরুকে দলে টেনেছিল মিলান। সেই জিরুর হাত ধরেই লিগ শিরোপা আসবে, সবচেয়ে বড় মিলানভক্তও হয়তো মৌসুমের শুরুতে এমন কল্পনা করেননি। অথচ সেটাই হয়েছে। ৩২ মিনিটেই জিরুর দুই গোলে ২-০ গোলের লিড দেয় এসি মিলান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান আরেকটু বাড়ান ফ্র্যাঙ্ক কেসি। গোল না পেলেও দুই গোলে সহায়তা করেছেন পর্তুগিজ উইঙ্গার রাফায়েল লিয়াও। ৩-০ গোলের জয়েই নিশ্চিত হয়েছে লিগ শিরোপা। গতবার অবশ্য ইন্টার মিলানই জিতেছিল লিগ শিরোপা!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct