সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: আগামী পহেলা জুন বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী তার আগে তৃণমূল ভবনে প্রস্তুতিসভা করল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । ২০২১বিধানসভা নির্বাচনের পর প্রথমবার বাঁকুড়া সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী পহেলা জুন বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী সংলগ্ন গন্ধেশ্বরীর মাঠে বুথ ভিত্তিক কর্মীসভা করবেন তিনি । রবিবার বাঁকুড়ায় তৃণমূল ভবনে তারই প্রস্তুতি সভা করলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । যেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা তথা তালডাংরা বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমীর চক্রবর্তী সহ জেলার সমস্ত তৃণমূল বিধায়ক ও জেলার শীর্ষ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং ব্লক স্তরে তৃণমূল নেতৃত্বরা । পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাঁকুড়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । কারণ ২০২১ বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আটটি বিধানসভা কেন্দ্রে পরাজিত হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে । তাই আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে আরো মজবুত কিভাবে করতে হবে কোন পথে দলীয় কর্মীরা সাধারণ মানুষের মন জয় করবে তাই নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বদের বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর কর্মীসভাকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ সম্পন্ন করতে হবে , কিভাবে যত বেশি সংখ্যক দলীয় কর্মীদের কর্মী সভায় অংশগ্রহণ করানো যায় তাই নিয়ে এই প্রস্তুতি সভায় আলোচনা হল ।
তৃণমূল নেতা সমীর চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , প্রতিটি বুথ থেকে অন্তত ১০ জন কর্মীকে আসতে হবে । পহেলা জুন মুখ্যমন্ত্রীর এই সভা ঐতিহাসিক জনসভা হতে চলেছে বলে জানান তিনি। এছাড়াও তিনি বলেন, আগামী দিনে কোন পথে চলতে হবে তারই পথ নির্দেশিকা বাঁকুড়া জেলার সর্বস্তরের তৃণমূল নেতৃত্বদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন । বিরোধীদের কটাক্ষের সুরে তিনি বলেন , নির্বাচন এলে কেউ কেউ গেরুয়া পড়ে নাচানাচি করে নির্বাচন চলে গেলে তাদের আর দেখা যায় না । তৃণমূল কংগ্রেস তা নয় তৃণমূল কংগ্রেস সারাবছর মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct