আব্দুস সামাদ মন্ডল,ফুরফরা,আপনজন: রবিবার বিজেপি থেকে ফের তৃণমূল কংগ্রেসে ফিরলেন সাংসদ অর্জুন সিং। অর্জুন সিংকে দলে নেওয়ায় তৃণমূলের সমালোচনা করলেন আইএসএফ বিধায়ক ফুরফরা শরীফের পীরজাদা নওসাদ সিদ্দিকী। নওসাদ সিদ্দিকী অর্জুন সিংয়ের সাম্প্রদায়িক মনোভাবের কথা স্মরণ করিয়ে বললেন, বেশিদিনের কথা নয়, ২০২০ সালে বিজেপি সাংসদ অর্জুন সিং মসজিদে লাউডস্পিকারে আযান দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। এমনকী ঈদুল আযহাতে কুরবানি নিষিদ্ধের বিরুদ্ধেও আর্জি জানান।
সেই অর্জুন সিংকে তৃণমূল ফিরিয়ে নেওয়ায় মুসলিমরা তাকে কি মনেপ্রাণে মেনে নিতে পারবে সেই প্রশন তোলেন নওসাদ। নওসাদের অভিযোগ, কট্টর সাম্প্রদায়িক অর্জুন সিংয়ের মতো মানুষকে দলে নিয়ে বুঝিয়ে দেওয়া হল তৃণমূল-বিজেপি আলাদা নয়। যখন যার প্রয়োজন হচ্ছে তখন নেতাগুলোকে এদিক ওদিক করে নিজেদের ফায়দা লুটছে। নওসাদ এ ব্যাপারে আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, তৃণমূল হচ্ছে প্রাইমারি স্কুল এবং বিজেপি হচ্ছে হাই স্কুল। এদের থেকে মানুষ উপকৃত হবে না, বরং সংখ্যালঘু. দলিত ও আদিবাসীদেরকে নিয়ে ফুটবল খেলতে থাকবে। তাই অর্জুন সিংয়ের তৃণমূলে যোগ দেওয়ার দিনকে কালো দিন হিসেবে অভিহিত করলেন বিদায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct