আপনজন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত পাওযা যাচ্ছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি যে বেসুরো হয়েছিলেন তাতে তৃণমূলে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। অবশেষে রবিবার অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। অর্জুন সিং রাজ্য বিজেপির সহ-সভাপতিও ছিলেন। তিনি ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
বিজেপির টিকিটেই তিনি ব্যারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হন। এছাড়া অতীতে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে চারবার বিধায়ক হয়েছেন। গত ১১ মাসে এই নিয়ে পাঁচজন বড় নেতা বিজেপি ছেড়েছেন। তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপিকে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, এসি রুমে বসে রাজনীতি করা যায় না। এর জন্য, আপনাকে জনগণের কাছে পৌঁছাতে হবে। সাংসদ পদে ইস্তফা দেওয়া নিয়ে অর্জুন সিং বলেন, আমি এখন এমপি থেকে পদত্যাগ করব না। তিনি বলেন, যেদিন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দু’জন সাংসদ পদত্যাগ করবেন, আমিও দেব। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী তৃণমূলের প্রতীকে লোকসভায় জিতলেও এখন দলের সঙ্গে দূরত্ব। যদিও অর্জুন বলছেন, তিনি ঘরওয়াপসি হয়েছেন। নিজের পুরনো দলেই ফিরেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct