শির-দাঁড়া
জৈদুল সেখ
___________
জন্মের আগে ও পরে শূন্য
এই শূন্যতার মাঝেও আলোকিত
ফুল-ফল-মনুষ্যত্ব।
কিন্তু অসামাজিক লোলুপতা, হিংস্র হত্যায়
যখন আলোকিত দৃষ্টিকে উপড়ে
অন্ধকারের সত্য প্রতিষ্ঠার চেষ্টা করে
বসন্তের ফুলগুলো মাথানত করে অশ্রু ফেলে!
প্রকৃতির আলো বায়ুকে সাক্ষী রেখে বলে
আমাকে অন্ধকারে রেখো প্রিয়া।
আমি প্রতিবাদহীন লজ্জিত প্রেমিক!
তবুও তবুও
ক্ষণিকের আলোর আলতো ঝিলিক যখন
জড়িয়ে বলে
প্রাণ প্রিয় আমি কাপুরুষ নই!
তোমাকে বাঁচাতে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেব!
ঠিক তখনই
বসন্তের সমস্ত ফুল ফুটে
শির -দাঁড়া উঁচিয়ে আবারও দাঁড়ায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct