আপনজন ডেস্ক: বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তিনি বিশ্বের অন্যতম ধনী বিল গেটস। ২০২১ সালের অক্টোবরের হিসাবে তার নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার। এত ধনী একজন মানুষের ব্যবহারের গ্যাজেটও হবে অনেক নামিদামি। এটাই তো স্বাভাবিক। তবে জানেন কি বিশ্বের অন্যতম এই ধনী ব্যক্তি কোন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন? অ্যাপল বা গুগল পিক্সেল নয়। বরং স্যামসাংয়ের সাধারণ একটি স্মার্টফোন ব্যবহার করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বিল গেটস নিজেই জানিয়েছেন এ তথ্য। সেখানে তিনি জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোন ব্যবহার করেন। এমনকি মাইক্রোসফটের সারফেস ডুও ফোনও তিনি দৈনিক ব্যবহার করেন না। চলতি সপ্তাহে একটি Reddit AMA চলছিল। এএমএ (AMA)-এর পুরো অর্থ হচ্ছে আস্ক মি অ্যানিথিং (Ask Me Anything)। সেখানে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যেতে পারে। ওই অনুষ্ঠানে বিল গেটসকে প্রশ্ন করা হয় তার ব্যবহার করা ফোন নিয়ে। ওই প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, তার প্রতিদিন ব্যবহারের জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফোন রয়েছে। ২০১৭ সালে এক সাক্ষাৎকারে বিল গেটসকে তার ফোন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তবে তখন তিনি নিজের ফোন সম্পর্কে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি। শুধু তিনি জানিয়েছিলেন, তার ফোনটি অ্যান্ড্রয়েডে পরিচালিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct