আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস
তাপস কুমার বর
_________________
বাস্তুতন্ত্র আজ বড়োই সংকটে
দেখো, দিনে দিনে দূষিত বায়ু বইছে।
পরিবেশ বাঁচাতে হবে
গোপন অন্ধকারে বনগুলো পড়ে আছে।
কত জীবজগৎ বাস্তুতন্ত্র হারিয়ে
দিনে দিনে বিলুপ্তের পথে যাচ্ছে।
যদি পরিবেশের জীববৈচিত্র্য সুরক্ষিত না করে....
বাস্তুতন্ত্রের খাদ্য-খাদকের কিভাবে খাদ্য মিটবে?
বনদপ্তর নতুন দিগন্তে এগোতে হবে
পরিবেশের অমূল্য সম্পদ বাঁচাতে হবে।
সতেচন হও জনগণ
পরিবেশের জীববৈচিত্র্য বড়োই সংকটে
হারিয়ে যাচ্ছে এক একটা প্রাণী সম্পদ
পৃথিবীর বিলুপ্ত ইতিহাসে!
সমাজকে সবুজায়নে ভরে দিতে হবে
সচেতন মানুষ গাছ লাগাও সমাজের কল্যাণে।
বাঁচাও বাঁচাও বনভূমির বন সাম্রাজ্য
জল,আলো,বাতাস,প্রকৃতির হাওয়া
ওরা কি আজও রয়েছে শান্ত প্রকৃতির ঘরে?
পরিবেশের জীববৈচিত্র্য
রয়েছে হাজার হাজার বাঁচার বাস্তুতন্ত্রে!
যদি না হও সচেতন
গোপন প্রকৃতির মহাকাল রুষ্ঠ প্রলয় তান্ডবে
পৃথিবীর ধ্বংসে হিরোসিমা ও নাগাসাকি বানিয়ে রাখবে!
সেদিন তোমরা কি সচেতন হবে?
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে সমাজকে সচেতন করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct