জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: গ্রীষ্মের তীব্র দাবদাহে পানীয় জলের প্রচন্ড সমস্যা এমনিতেই হয় গোটা পুরুলিয়া জুড়ে। বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত বীরগ্রাম অঞ্চলের হুরুমদা গ্রামের মাহাতো ও গোরাই এই দুটি পাড়া। পঞ্চায়েত সমিতি দ্বারা খনন করা হয় সৌরচালিত সোলার পাম্পের বৈরিং যা প্রায় দেড় মাস আগে খনন হয় হুরুমদা রাম মন্দির এর সামনে। পাম্প সেট করার প্রথম থেকেই টিপ টিপ করে জল পড়ে বলে অভিযোগ গ্রামবাসীদের।
একাংশ গ্রামবাসীরা জানান,আমাদের পাড়ায় পানীয় জলের প্রচন্ড সমস্যা সেকারণে আমাদেরকে প্রায় দু কিলোমিটার দূরে বহাল ক্ষেতের কুয়ো থেকে পানীয় জল নিয়ে আসতে হয়। জানা যায় গ্রামে ভোটার সংখ্যা প্রায় ৪০০ ও পরিবার প্রায় ১৫০ টি।তারা আরও জানান, ওই সোলার পাম্পের কাজ করা ঠিকাদার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত যত গুলো সোলার পাম্পের কাজ করছেন সবই এরই নাকি এমনই অবস্থা। পাম্প থেকে টিপ টিপ করে জল পড়ে যা ২৪ ঘণ্টায় এক বালতি জল ভরবে না বলে জানান।বর্তমানে আমরা পানীয় জল বাঘমুন্ডি পি এইচ ই দ্বারা পিকআপ ভ্যানে জলের ট্যাংক লাগিয়ে পানীয় জল পাই সময়মত। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর তৎপরতায়। এমনি করে আমরা কত দিন পানীয় জল সরবরাহ করবো। তারা সংবাদ মাধ্যমে একটায় আর্জি জানান প্রশাসনের দৃষ্টি আকর্ষন করার জন্য। যাহাতে পানীয় জলের সমস্যা অতিশীঘ্রই সমাধান হয়। অপরদিকে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বেনীমাধব পরামানিক জানান,আমি ঠিকাদার সুবর্ন নিয়োগীর সাথে কথা বলেছি। সে যত তাড়াতাড়ি তার তৈরি যত গুলো সোলার পাম্পের সমস্যা রয়েছে তা যেনো অতি শীঘ্রই সমাধান করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct