আপনজন ডেস্ক: পৃথিবীর অন্তত ১২টি দেশের ১০০ জনেরও বেশি লোকের দেহে মাঙ্কিপক্স সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার এক জরুরি বৈঠকে বসে। জার্মানি এই সংক্রমণকে ইউরোপে সবচেয়ে বড় প্রাদুর্ভাব হিসেবে বর্ণনা করেছে। ইতোমধ্যে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্ত্ররাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় এই সংক্রমণ শনাক্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পেনে ২৪ জনের দেহে মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct