আপনজন ডেস্ক: রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লীগ। আজ শেষ রাউন্ডের খেলায় নির্ধারিত হবে শিরোপা। ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে একটি দল হবে চ্যাম্পিয়ন। ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট শিরোপাধারী ম্যান সিটির। সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮৯ পয়েন্ট। শ্রেষ্ঠত্ব ধরে রাখার ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে। আর নিজেদের অ্যানফিল্ড স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে লিভারপুল । বাকি ১৬টি ক্লাবও আজ একই সময় (রাত ৯টা) নামবে মাঠে। চ্যাম্পিয়ন, শীর্ষ চারে অবস্থান, অবনমনের হিসাব নিকাশ- সবই চুকে যাবে আজ। ২০১১-১২ মৌসুমের শেষ রাউন্ডে এমন চ্যালেঞ্জের মুখে পড়েছিল ম্যানচেস্টার সিটি। সেবার ফুটবল ইতিহাসেরই অন্যতম স্মরণীয় মুহূর্ত উপহার দেয় কোচ রবার্তো মানচিনির দল
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে চ্যাম্পিয়ন হতে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিততেই হতো ম্যান সিটিকে। ইতিহাদে নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩-১ গোলে এগিয়ে ছিল রেঞ্জার্স। অন্য ম্যাচে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে তখন সিটির হারের অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচের যোগকরা সময়ে ভোজবাজির মতো পাল্টে যায় সব। ৯২তম মিনিটের গোলে সমতা টানেন সিটির বসনিয়ান ফরোয়ার্ড এডিন জেকো। আর ৯৩ মিনিট ২০ সেকেন্ডের মাথায় সার্জিও আগুয়েরোর করা গোলে ৪৪ বছর পর লীগ চ্যাম্পিয়ন হয় ম্যান সিটি। আজ অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে ঘুরে ফিরে তাই ২০১২ সালের প্রসঙ্গ চলে আসছে। তবে এবার সিটির চাইতে লিভারপুলের লীগ জেতার গল্পটা বেশি রোমাঞ্চকর ও আকর্ষণীয় হবে। একটা সময় সিটিজেনদের চাইতে অনেকটাই পিছিয়ে ছিল লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দল টানা জয়ে জমিয়ে তুলেছে শিরোপার লড়াই। ইতিমধ্যেই লীগ কাপ ও এফএ কাপ জেতা লিভারপুল শেষ বাঁশির আগ পর্যন্ত আশা ছাড়বে না। সামনেই তাদের চ্যাম্পিয়নস লীগের ফাইনাল। দুটো বড় ম্যাচের চাপ, তবে চাপটা ভালোই উপভোগ করছে অলরেড ব্রিগেড। কোচ ক্লপ বলেছেন, ইতিহাদে যাই ঘটুক তাতে তোয়াক্কা করবেন না। লিভারপুলকে লীগ জেতাতে আজ ‘দ্বাদশ’ ব্যক্তির ভূমিকা রাখতে পারেন স্টিভেন জেরার্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct