আপনজন ডেস্ক: সাম্প্রদায়িক বিদ্বেষ চরম আকার ধারণ করছে মধ্যপ্রদেশে। বিজেপি শাসিত এই রাজ্যে এক মর্মান্তিক ঘটনার শিকার হলেন ৬৫ বছর বয়সি এক হিন্দু মানসিক প্রতিবন্ধী ভানওয়ারলাল জৈন। মুসলিম ভেবে ভানওয়ারলাল জৈনকে মারধর শুরু করা হয়। অভিযোগ, মুসলিম পরিচয় জিজ্ঞেস করতে করতেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া সেই ভিডিও সূত্রে জানা যাচ্ছে, মানসিক প্রতিবন্ধী ভানওয়ারলাল জৈনকে এক মাঝ বয়সি যুবক মারতে মারতে জিজ্ঞেস করছে, ‘তোর নাম কি মোহাম্মদ? আধার কার্ড দেখা।’ পুলিশ সূত্র জানিয়েছে, এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমুচ জেলার মনসা থানা এলাকায়। ভানওয়ারলাল জৈনের বাড়ি রতলাম জেলার জওড়া তহসিলের সারসি গ্রামে। মানসিক প্রতিবন্ধীকে ধর্ম পরিচয়ের নামে হত্যা করার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে তিনি হলেন প্রাক্তন বিজেপি কাউন্সিলরের স্বামী দীনেশ কুশওয়াহা। মনসা থানার পুলিশ তার বিরুদ্ধে ৩০২ ধারায় এফআইআর দায়ের করেছে। ১৭ থেকে ১৮ মে রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। গত ১৯ মে তার লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার, মৃত ব্যক্তির মৃতদেহ শেষকৃত্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়ার পরে, এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়, যার পরে জৈনের পরিবারের সদস্যরা মনসা থানার বাইরে জড়ো হন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান। মনসা থানায় ৩০২ ও ৩০৪ ধারায় ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যুক্ত দীনেশ খুশওয়াহ সহ অভিযুক্ত খুনিদের বিরুদ্ধে নির্যাতিতার ভাই রাকেশের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে খুশওয়াহা পলাতক রয়েছেন। নিমুচ পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার কেএল ডাঙ্গি জানিয়েছেন, মৃতের ভাই রাকেশ জৈন একটি ভিডিও ক্লিপ পেয়েছেন, যেখানে প্রবীণ জৈনকে মারধর করা হচ্ছে। ডাঙ্গি বলেন, কুশওয়াহার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সে পলাতক। কংগ্রেস বিধায়ক জিতু পাটোয়ারী বিজেপির বিরুদ্ধে ‘ঘৃণার চুল্লি জ্বালানোর’ অভিযোগ করেছেন। রাজ্য বিজেপির সম্পাদক রজনীশ অগ্রবাল বলেন, ‘ঘটনাটি দুর্ভাগ্যজনক।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct