সম্প্রীতি মোল্লা ,কলকাতা,আপনজন: উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলোরানি সরকার নিয়ে কড়া কলকাতা হাইকোর্ট। গত বুধবার আলোরানির দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ করে দিয়েছে আদালত।কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী এই পিটিশন খারিজের নির্দেশ দিয়েছেন। বিজেপি প্রার্থীর আইনজীবী আদালতে জানান,-' তৃণমূলের প্রার্থী আসলে বাংলাদেশের ভোটার। তাই তাঁর এ দেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে'। জানা গেছে, মামলা চলাকালীন উঠে আসে, তৃণমূল প্রার্থীর বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে। বিজেপি প্রার্থীর আইনজীবীর এমন দাবির বিপক্ষে কোনও জোরদার সওয়াল করতে পারেননি আলোরানির আইনজীবী। সে ক্ষেত্রে এমন একজন কীভাবে নির্বাচনে লড়াই করলেন, তা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের থেকে লড়াই করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলোরানি সরকার। নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। কলকাতা হাইকোর্টে পুনর্নির্বাচন চেয়ে আবেদন করেন আলোরানি। গত বুধবার ওই আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। পাশাপাশি আদালত জানিয়েছে, -' নির্বাচন কমিশন খতিয়ে দেখুক কীভাবে আলোরানি সরকার ভারতের নির্বাচনের প্রতিনিধিত্ব করছেন'। ভারতীয় নির্বাচন কমিশনের চোখ এড়িয়ে তিনি কীভাবে এটি করলেন, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।উল্লেখ্য, আদালতে যে তথ্যগুলি উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে বাংলাদেশের ভোটার লিস্টে নাম রয়েছে আলোরানি সরকারের নাম। সেক্ষেত্রে আলোরানি সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। এই বিষয়টি নিয়েই জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত। যদিও বনগাঁ দক্ষিণের এই তৃণমূল প্রার্থীর সাফাই , “আমার জন্ম এখানে। কিন্তু আমার বিয়ে হয়েছে ওখানে (বাংলাদেশে)। একজন মানুষের অন্য জায়গায় বিয়ে হলেও জন্মস্থান তাঁর সেখানেই থাকে। কে কোথাকার মানুষ, তা ডিভিশন বেঞ্চে জানা যাবে।' এখন দেখার কখন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল পিটিশন দাখিল করছেন আলোরানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct