মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: আম এবছর বাঙালির হাতের নাগালের বাইরে থাকলেও লিচু কিন্তু বাঙালির হাতের মুঠোয়। নদীয়ার বিভিন্ন প্রান্তের একাধিক লিচু বাগানে এবার লিচুর ফলন যথেষ্টই, প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, তাও আবার লোকাল বাজারদরে। লিচু বাগানিরা জানাচ্ছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর লিচুর ফলন একটু হলেও বেশি, বাঙালির হাতের মুঠোয় সাধের লিচুকে পৌঁছে দিতে ইতিমধ্যে হাজার হাজার লিচু পাড়ি দিয়েছে বিভিন্ন বাজারে।
তবে রসিক বাঙালির কাছে লিচু তিনটি নামে পরিচিত, দেশীয় লিচু, বোম্বাই লিচু, ও আতা লিচু। যদিও তিনটি নামকরণের লিচু গঠন চরিত্রেও অনেকটাই আলাদা। এক লিচু বাগানী মদন হালদার জানিয়েছেন, এবছর লিচু কিনতে বাইরের লিচু ব্যবসায়ীরা অন্যান্য বছরের তুলনায় চাহিদামত ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে কিনে নিচ্ছেন। আর লিচু ব্যবসায়ীদের চাহিদা পূরণ করতে নদীয়া জেলার মুড়াগাছা, নাকাশিপাড়া, শান্তিপুর, গোবিন্দপুর সহ জেলার বিভিন্ন ব্লকে থেকে অনেক শ্রমিক দিনরাত এক করে কাজ করছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত বৈদতিক আলো জ্বেলে চলছে লিচুর প্যাকিং তৈরীর কাজ। এবছর লিচুর ফলন বেশি হওয়ার কারণে লাভ অংশ যেমন খুঁজে পাচ্ছেন লিচু বাগানিরা, ঠিক তেমনি লাভ অংশ খুঁজে পাচ্ছেন লিচু ব্যবসায়ীরাও। আর তাতেই দিনমজুরদের কাজের চাহিদাও বাড়ছে বলে মনে করছে আম লিচু ব্যবসায়ীরা। জোর কদমে তৈরি হচ্ছে আমের ঝুড়ি। আম প্যাকিং হয়ে রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct