আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের গোয়ার দায়িত্বপ্রাপ্ত এবং প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ বৃহস্পতিবার অভিযোগ করেছেন টিভিতে ‘ফেক’ হিন্দুধর্ম দেখানো হচ্ছে এবং বিজেপি ও আরএসএস ‘সনাতন ধর্ম’ নিয়ে বিতর্ক করার সাহস দেখাচ্ছে। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এমন এক জায়গা থেকে এসেছি, যেখানে ‘সীতা’র জন্ম হয়েছিল। আপনি যদি সনাতন ধর্মের ধর্মগ্রন্থ পড়েন, তবে সেটি ‘সপ্তমী’ এবং ‘অষ্টমী’ এর সময় বলিদানের আহ্বান জানায়। এমন অনেক অনুষ্ঠান হতে পারে যেখানে বলিদান ঐতিহ্যের একটি অংশ গঠন করে। তাহলে তারা (বিজেপি) কীভাবে নিরামিষ ও নিরামিষাশী নিয়ে কথা বলতে পারে?
তিনি বলেন, আমরা কি বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান পাইকারি সূচক, খরচ মূল্য সূচক নিয়ে বিতর্ক শুনেছি? আমরা কেবল নিরামিষাশী বনাম নিরামিষাশীদের সম্পর্কে শুনতে পাই। জাতি কি এভাবে এগিয়ে যাবে? টেলিভিশনে দেখানো ‘ভুয়ো’ হিন্দুধর্ম সম্পর্কে মানুষের জানা উচিত বলে মন্তব্য করেন আজাদ। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মা আইপিএলে সেঞ্চুরি করতে পারছেন না, কিন্তু গত ছয় মাস ধরে জ্বালানির দাম সেঞ্চুরি করেছে এবং ট্রেন্ড চলছে। তিনি বলেন, তৃণমূলের গোয়া ইউনিট আগামী পাঁচ বছর কাজ করবে। লোকসভা নির্বাচন এবং গোয়ার বিধানসভা নির্বাচনের জন্য কঠোর পরিশ্রম করব। দুটি নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct