আপনজন ডেস্ক: এবার থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে আর এটিএম কার্ডের প্রয়োজন হবে না। এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে নগদ টাকা তুলতে পারা যাবে। এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম নেটওয়ার্ককে কার্ডলেস নগদ টাকা তোলার বিকল্প ব্যবস্থা করতে বলেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল পেমেন্টের প্রচারকারী নোডাল এজেন্সি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) সমস্ত ব্যাংক এবং এটিএম নেটওয়ার্কের সাথে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ইন্টিগ্রেশনকে সহজতর করছে। আরবিআই বিজ্ঞপ্তিতে বলেছে, যদিও এই ধরনের লেনদেনে গ্রাহক অনুমোদনের জন্য ব্যবহার করা হবে ইউপিআই, কিন্তু তা ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ (এনএফএস) বা এটিএম নেটওয়ার্কগুলির মাধ্যমে হবে।নগদ টাকা তোলার উপর আরোপিত সাধারণ এটিএম ফি ব্যতীত কার্ডহীন টাকা তোলার সুবিধা গ্রহণের ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।
বর্তমানে এটিএম-এর মাধ্যমে কার্ডলেস নগদ টাকা তোলার সুবিধা দিয়েছে দেশের কয়েকটি ব্যাঙ্ক। তবে তাদের গ্রাহকদের জন্য দেওয়া তাদের নিজস্ব এটিএম-এ। আরবিআই জানিয়েছে, নগদ টাকা তোলার লেনদেন শুরু করার জন্য কার্ডের প্রয়োজনের অভাব স্কিমিং, কার্ড ক্লোনিং, ডিভাইস টেম্পারিং ইত্যাদির মতো জালিয়াতিগুলি রোধ করতে সহায়তা করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct