আপনজন ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে থাইল্যান্ডের জিতপং জুটামাসকে হারিয়ে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন। মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল ও লেখা কেসি-র পর পঞ্চম ভারতীয় মহিলা বক্সার নিখাত যিনি বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। থাই প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-০ ফলে জিতে যান প্রাক্তন জুনিয়র যুব বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন। ২৫ বছর বয়সি এই বক্সিং তারকা প্রতিটি রাউন্ডেই থাই প্রতিপক্ষকে ধরাশায়ী করেন। সেমিফাইনালে জারিন ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেদার বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছিলেন। ফাইনালের মঞ্চে থাই বক্সারকে হারিয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে তেরাঙা পতাকা ওড়ালেন জারিন। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ২০ তম বর্ষে জারিন ছাড়াও দুই ভারতীয় বক্সার মনীষা (৫৭ কেজি) এবং পারভীন (৬৩ কেজি) ব্রোঞ্জ পদক জিতেছেন। শেষবার রাশিয়াতে ২০১৯ সালে অনুষ্ঠিত বক্সিং প্রতিযোগিতায় একটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছিলো ভারত। সার্বিকভাবে এখনও পর্যন্ত এই প্রতিযোগিতার ১১ টি সংস্করণ মিলিয়ে মোট ৩৬ টি পদক জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে ৯ টি সোনা, ৮ টি রূপো এবং ১৯ টি ব্রোঞ্জ। শিরোপা জয়ের ট্যালিতে রাশিয়া(৬০) এবং চিনের(৫০) পরেই রয়েছে ভারতের স্থান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct