আপনজন ডেস্ক: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জেরা করার পর চরম অস্বস্তিতে রাজ্য সরকার। একদিকে পার্থকে অন্যদিকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআেই তলব নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। সেই সময় ঝাড়গ্রামে কর্মীসভায় বাম আমলে শিক্ষক নিয়োগ নিয়ে বৃহস্পতিবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম শাসিত বাংলা শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বলেন, আগে তো একটা চিরকুট দিয়ে চাকরি দিত, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করে দিত। চৌত্রিশ বছর ধরে কী করেছে সিপিএম? আমিও সব খোঁজ নিচ্ছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করছি। আগে ভদ্রতা করেছি। কাজ করতে গিয়ে কেউ ভুল করলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত। আইন আইনের মতো কাজ করা উচিত। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি ভেবেছে কী! কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালিয়ে যাবে। এ দেশে এখন কারও বাঁচার অধিকার নেই, কারও স্বাধীনতা নেই, সব নষ্ট করে দিয়েছে। এখানে হেরে গিয়ে লজ্জা নেই। ভয় পাচ্ছে। ২০২৪ এ লোকসভা জিততে হবে, তাই এখন থেকে মিথ্যে কথা বলে। ওরা ভাবছে গায়ের জোরে তৃণমূলকে স্তব্ধ করে দেবে। কিন্তু তৃণমূলকে স্তব্ধ করা যায় না। মমতার এই মন্তব্য প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, গত ১১ বছরে একজন বাম মন্ত্রী, নেতাকেও জেলে পুরে রাখতে পারেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct