এহসানুল হক,হাসনাবাদ,আপনজন: জরাজীর্ণ সেতু বহুদিন ধরেই পড়ে রয়েছে,বেহাল সেতুর জরাজীর্ণ অবস্থার জেরে প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত হাসনাবাদ থানার ঘুনী এলাকায় খালের ওপর এই সেতুর বেহাল অবস্থায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। অভিযোগ, অন্তত আট দশ বছর এই সেতুর কোনও সংস্কার হয়নি। সেতুর পরতে পরতে বয়সের ছাপ স্পষ্ট। পিচ উঠে গিয়েছে কবেই। পাথরের হাড়-কঙ্কাল চাপা পড়েছে মাটিতে। সব মিলিয়ে প্রাণ হাতে নিয়ে এই সেতু পারাপার করতে হচ্ছে সকলকেই।
সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতার দিয়ে সাধারণ মানুষদের সাথে নিয়ে হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্ৰাম পঞ্চায়েতের অধীন সোনাতলার জরাজীর্ণ সেতু পুনরায় সংস্কারের জন্য পরিদর্শন করলেন বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় রফিকুল ইসলাম। বস্তুত এই সেতুর উপর নির্ভরশীল (খালের দুধারের )স্থানীয় হাজার হাজার মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য, কৃষিকার্য থেকে শুরু করে শিক্ষার্থীদের বিদ্যালয়ের যাওয়ার একমাত্র অবলম্বন , তাই সেতুটি যাহাতে পুনরায় সংস্কার বা নতুনভাবে তৈরি করা যায় সে বিষয়ে বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় রফিকুল ইসলাম এদিন আসেন। এদিন বিধায়ক রফিকুল ইসলাম বলেন,বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং সর্বপরি পশ্চিমবঙ্গ বিধানসভার উপস্থাপন করা যায় সে বিষয়ে দ্রুত ব্যবস্থা করার অঙ্গীকার করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct