রাকিবুল ইসলাম,হরিহরপাড়া,আপনজন: রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদে কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় মুর্শিদাবাদের হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির হল ঘরে। মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে হরিহরপাড়ার শাহজাদপুর এলাকার বিমান ব্যানার্জীকে কৃষক রত্ন সম্মান প্রদান করা হয় এবং দশ হাজার টাকার একটি চেক সহ মুখ্যমন্ত্রীর সহি করা সার্টিফিকেট তার হাতে তুলে দেওয়া হয়। শাহজাদপুরের কৃষক বিমান ব্যানার্জী উন্নত জাতের পাটচাষ করেন এবং অল্প জলে পাট পচানো সহ বিভিন্ন উন্নত মানের সবজি চাষ করে থাকেন। তার কাজ দেখে ব্লক কৃষি আধিকারিকরা উৎসাহিত হয়ে তাকে কৃষক রত্ন সম্মান প্রদান করেন ।এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সারগিজা বেগম, হরিহরপাড়া ব্লক সহ কৃষি অধিকর্তা মৌমিতা মজুমদার, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ্য গোলাম মোস্তাফা, জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এস এম বহরমপুর পার্থসারথী রায়, বিশিষ্ট সমাজসেবী জয়নাল আবেদীন সহ বিশিষ্ট ব্যাক্তিত্বরা। হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক বলেন রাজ্য সরকার যে কৃষকদের পাশে রয়েছে তার প্রতীকি রূপে এই কৃষক রত্ন, সম্মান প্রদান করা হচ্ছে । এছাড়া আগামীদিনে যেসমস্ত নতুন প্রকল্প আসছে সেই সম্পর্কে কৃষকদের অকাত করা হয় ।
চিরচরিত চাষের পদ্ধতি ছেড়ে বিমান ব্যানার্জী অন্য পদ্ধতি অবলম্বন করে চাষ করেন বলে ওনাকে কৃষক রত্ন সম্মান প্রদান করা হয়েছে। হরিহরপাড়ার কৃষক বিমান ব্যানার্জি বলেন আমি উন্নত মানের চাষ করার জন্য এই সম্মান আমাকে দেয়া হয়েছে আমি এই সম্মান পেয়ে আনন্দিত।পাশাপাশি নওদা কৃষক বাজার প্রাঙ্গনে কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নওদার আলিনগরের ফিরোজ মন্ডলকে কৃষক রত্ন, সম্মান প্রদান সহ ১০ হাজার টাকার চেক তার হাতে তুলে দেওয়া হয় । ফিরোজ মন্ডল নওদা ব্লকে উন্নত মানের সবজি চাষাবাদ করেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মতিউর রহমান, নওদা ব্লক সহ কৃষি অধিকর্তা নমিতা পোদ্দার, বিশিষ্ট সমাজসেবী শফিউজ্জমান সেখ সহ বিশিষ্ট ব্যাক্তিত্বরা। ভবিষ্যতে যাতে কৃষক রত্ন ফিরোজ মন্ডল আরো ভালোভাবে চাষ করতে পারেন তার জন্য তাকে দশ হাজার টাকার চেক সহ মুখ্যমন্ত্রীর সহি করা সার্টিফিকেট তুলে দেওয়া হয় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct