সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে,সেই রকম কৃষকদের স্মান জানিয়ে কৃষক রত্ন ও কৃষক দিবস হিসেবে ঘোষণা করেন।প্রতিবছর রাজ্যের সমস্ত ব্লকের একজন করে কৃষক রত্ন পুরষ্কার পেয়ে থাকেন সেই মত এইবছর রাজ্যের মুর্শিদাবাদ জেলার ২৬ টি ব্লকের ২৬ জন কৃষককে কৃষক রত্ন পুরষ্কার দেওয়া হয় । সেই মত এদিন জলঙ্গী ব্লকের কৃষি দপ্তরে কৃষক দিবস ও কৃষক রত্ন পুরষ্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হল। জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের কলিকাহার গ্রামের সাহিন আলী ওরফে হাসিবুল ইসলাম কৃষক রত্ন পুরষ্কারে ভূষিত হন।হাসিবুল ইসলাম ব্লকের একমাত্র কৃষক যিনি সরকারি নির্দেশ মত অভিনব কায়দায় অভিনব ফুলকপির চাষ করেন।এবং সেই কপি চাষ করে ব্লক আধিকারিকদের তাকলাগিয়ে দেন।সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি সার্টিফিকেট ও দশহাজার টাকার চেক তুলে দেন সাহিনের হাতে বিডিও শোভন দাস,এ ডি এ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার । এদিনের অনুষ্ঠান থেকে কৃষকদের বার্তা দেন ব্লক কৃষি অধিকর্তা থেকে বিডিও সকলে।কৃষিকাজে সব রকম সাহায্য করা হবে সরকারি নির্দেশ মত।এই পুরষ্কার পেয়ে খুশি ফরিদপুরের কৃষক হাসিবুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct