সম্প্রীতি মোল্লা , কলকাতা,আপনজন: বৃহস্পতিবার এসএসসি দফতরে সিআরপিএফ মোতায়েনের সময়সীমা বাড়াল হাইকোর্ট। নির্দেশে বলা হয়েছে, আজ অর্থাৎ শুক্রবার পর্যন্ত এসএসসি দফতরে মোতায়েন থাকবে সিআরপিএফ। পাশাপাশি ডেটাবেস রুম সিল করে দখল নেবে সিবিআই । আদালত নিযুক্ত ব্যক্তিরা ছাড়া কেউ ঢুকতে পারবেন না বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।গত বুধবার গভীর রাতে নাটকীয় মোড় নেয় এসএসসি মামলা! চেয়ারম্যানের পদত্যাগের পর, তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানিয়ে, ফের হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাদের বক্তব্য শুনে, বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়, রাত থেকেই এসএসসি দফতরকে সিআরপিএফ নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ টি দেন। দফতরের সিসিটিভি ফুটেজও আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার ফের সিআরপিএফ মোতায়েনের সময়সীমা বাড়ায় হাইকোর্ট। আদালতের নির্দেশে বলা হয়েছে, -' ডেটাবেস রুমের পাহারায় থাকবেন ২জন সিআরপিএফ জওয়ান। আদালতের অনুমতি নিয়ে ডেটাবেস রুমে প্রবেশ করতে পারবে এসএসসি। এসএসসি সচিবের উপস্থিতিতে বৃহস্পতিবারই ডেটা বেস রুমের দখল নেবে সিবিআই।এদিন সন্ধে ৭টার মধ্যে ডেটাবেস রুমের দখল নিয়ে সিল করবে সিবিআই।এসএসসির নিয়োগ-দুর্নীতি মামলায় প্রায় মধ্যরাত অবধি কলকাতা হাইকোর্টে বেনজির শুনানি চলে বুধবার । মামলাকারীদের তরফে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ শুনে একের পর এক কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। বললেন 'বুধবার রাত সাড়ে বারোটা থেকে, সিআরপিএফ'এর নিরাপত্তায় মোড়া থাকবে এসএসসি দফতর। আগের নির্দেশে ছিল বৃহস্পতিবার দুপুর একটা অবধি এসএসসির র অফিসে ঢুকতে পারবেন না কেউ। বৃহস্পতিবার এসএসসি দফতরের সিসিটিভি ফুটেজ জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে'। গত বুধবার দিনভর এসএসসি নিয়ে অস্বস্থি চলছিলই। এসএসসি র নিয়োগ দুর্নীতির মামলায়, বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়, বুধবার বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাক্তন শিক্ষামন্ত্রী এসএসসি দুর্নীতি মামলা নিয়ে উত্তেজনা অব্যাহত।আচার্য সদনে সিআরপিএফ নজরদারির মেয়াদ আরও বাড়ল। এদিন হাইকোর্ট থেকে বলা হয়েছে আজ অর্থাৎ শুক্রবার পর্যন্ত সিআরপিএফ থাকবে আচার্য সদনে। সেখানে আপাতত কারও প্রবেশাধিকার নেই। কেবল ঢুকতে পারবেন চেয়ারম্যান, তার অ্যাডভাইজর, সেক্রেটারি, সহকারি সেক্রেটারি, ও দুই স্টেনোগ্রাফার।এরপর থেকে কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে আচার্য সদন। আগেকার নির্দেশিকায় সেখানে সকলের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তবে এবার নতুন নির্দেশিকা দিয়েছেন বিচারপতি। যেখানে কিছু জনকে দেওয়া হলো ছাড়পত্র।আদালতের নতুন নির্দেশিকাতে জানানো হয়েছে, অন্য কোন ব্যক্তি এসএসসির অফিসে ঢুকতে পারবেন না। তবে, এসএসসির চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চেয়ারম্যান উপদেষ্টা, স্টেনোগ্রাফার এসএসসি অফিসে প্রবেশ করতে পারবেন। অর্থাত্ নিষেধাক্কায় কিছুটা ছাড় দিল আদালত।গত বুধবার চাকুরিপ্রার্থীরা আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন, চেয়ারম্যানের পদত্যাগের পর এসএসসির নথি নষ্ট করা হতে পারে। এরপরেই বিচারপতি কেন্দ্রীয় বাহিনীর দ্বারা আচার্য সদন ঘিরে রাখার নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে সেখানে রয়েছে কড়া নিরাপত্তা।এদিন সকালে এসএসসি সচিবকেও প্রবেশ করতে দেওয়া হয়নি আচার্য সদনে। তবে, নতুন নির্দেশিকায় ছাড়পত্র দেওয়া হলো কিছু ব্যক্তিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct