মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: হাইড্রেন তৈরির কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির বেশ কিছুটা অংশ আতঙ্কে পরিবার ঘরের ভেতরে আটকে রয়েছে ৯৩ বছর বয়সী এক বৃদ্ধা।পৌরসভার পক্ষ থেকে হাইড্রেন তৈরীর কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দ্বিতল একটি বাড়ির বেশ কিছুটা অংশ। হাইড্রেন তৈরীর কাজে গাফিলতির কারণেই এই ঘটনা, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষ সহ বাড়ির সদস্যদের। ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকরা প্রশ্ন করলে মেজাজ হারালেন পৌরসভার চেয়ারম্যান। ঘটনাটি ঘটে শান্তিপুর ভারতমাতা মোড় পঞ্চরত্ন রোডে। জানা যায় শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই ওই এলাকার রাস্তার পাশে জিসিপি দিয়ে প্রায় ছয় ফুটের গর্ত করে হাইড্রেন তৈরীর কাজ চলছিল। বুধবার সকালে একইভাবে চলছিল কাজ, হঠাৎই একটি দ্বিতল বাড়ির সামনের বেশ কিছুটা অংশ হুরমুড়িয়ে ভেঙে পড়ে, পাশাপাশি ওই বাড়ির পাশের একটি বাড়ির নিচের অংশেও ফাটল ধরে তাছাড়াও রাস্তার বেশ কিছুটা অংশ ধসে যায়। জানা যায় ওই দ্বিতল বাড়ির ঘরের ভেতরে ৯৩ বছর বয়সী এক বৃদ্ধা আটকে রয়েছেন। বাড়ির বেশ কিছুটা অংশ ভেঙে পড়ার কারণে যখন তখন পুরো বাড়িটি ভেঙে পড়ার সম্ভাবনা এই আশঙ্কাতেই চোখেমুখে আতঙ্কের ছাপ পরিবারের। ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পরিবার সহ স্থানীয়দের অভিযোগ, কন্ট্রাক্টরকে বারবার জানানো হলেও কোনোরকম কর্ণপাত করেননি কন্ট্রাক্টর সহ ইঞ্জিনিয়ার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct