বিশেষ প্রতিবেদক,মেদিনীপুর,আপনজন: তৃণমূল নেত্রীর ঘোষিত কর্মসুচী অনুসারে বুধবার মেদিনীপুর কলেজ মাঠে জঙ্গলমহলের প্রথম বুথস্তরীয় কর্মী হল পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে ৷ বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কলেজ মাঠে কর্মীসভাতে হাজির হয়েছিলেন তিনি ৷ যেখানে জেলার বিভিন্ন প্রান্তের কুড়ি হাজারের বেশি কর্মী হাজির হয়েছিলেন ৷ সেখানে প্রায় আধঘণ্টা বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে সেখান থেকে হেলিকপ্টারে করে রওয়ানা দেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে ৷ এদিনের সভায় কর্মীদের গোষ্ঠী দ্বন্দ্ব দূরে ঠেলে ঐক্যবস্ধ হয়ে চলার ডাক দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, মনে রাখতে হবে আমি নই, আমরা ৷ এই স্লোগান নিয়ে এগোতে হবে সবাইকে নিয়ে ৷ সকলকে সম্মান দিয়ে কাজ করুন, কথা বলুন ৷ যারা করবে না তাদের কেটে সরিয়ে দেব ৷ যারা মানুষের কাজ করবে দরকার হলে তাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করবো ৷ যারা মানুষের কাজে এগিয়ে আসবেনা তাদের বলবো দয়া করে অনেক করেছেন, ঘরে বসে যান ৷ মা বোন, ছাত্র, আদিবাসী ছেলেমেয়েদের, সংখ্যালঘুদের সামনে নিয়ে আসতে হবে৷ এটা আমার জীবনের স্বপ্ন ৷ তৃণমূল কংগ্রেস আমার সৃষ্টি, আমি মনে করি আমার সৃষ্টি ব্যার্থ হবেনা ৷ আমরা সারাদেশকে পথ দেখাবো ৷ চলো দিল্লী চলো - স্লোগান তোলো ৷ তবে এদিন কেন্দ্রের বঞ্চনা নয়ে মমতা বলেন, সমুদ্রের ডেউয়ের মতো পেট্রল ডিজেলের দাম বেড়ে চলেছে প্রতিনিয়ত৷ জরুরী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রের সরকার মানুষ মারার সরকার ৷ দাম বাড়িয়ে দিয়েই দাঙ্গা বাধানোর ইস্যুকে সামনে তুলে আনছে ৷ একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে ৷ তাই তার বিরুদ্ধে কর্মীরা ব্লকে ব্লকে সরব হোন ৷ বিজেপি নেতারা এলেই ধরুন ৷ তবে কোনো হিংসায় যাবেন না ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct