আব্দুস সামাদ মন্ডল,হুগলি,আপনজন: দুর্নীতির বিরুদ্দে প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠল ফুরফুরা শরীফ। অভিযোগ, ফুরফুরা পঞ্চায়েতের প্রধান দুর্নীতি গ্রস্থ।ফুরফুরা গ্রাম পঞ্চায়েত এর প্রধান শামিম আহমেদ বিরুদ্ধে আর্থিক দুর্নীতিসহ একাধিক অভিযোগ স্থানীয় মানুষদের। সেই অভিযোগকে কেন্দ্র করে সন্ধ্যায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাস্তার কাজের দূর্নীতির সাথে খোদ পঞ্চায়েত প্রধান যুক্ত আছে বলে তাদের অভিযোগ। স্থানীয়দের আরো অভিযোগ,
রাজ্য সরকার এর পক্ষ থেকে ফুরফুরা উন্নয়ন পর্ষদ কমিটি গঠন করা হয়, সেই কমিটিতে উনিশ জন সদস্য নিয়ে, কিন্তু জেলা প্রশাসন সেটি ৪৮ জন সদস্য এর কমিটি করে। এখানেই আপত্তি ফুরফুরা শরীফের মানুষদের। তারা বলছেন তাদের দরবার একটা। জেলা প্রশাসন মূলত স্থানীয় বিডিও-র দিকে অভিযোগের তীর তাদের। কারণ উনিশ জনের যারা সদস্য ছিলেন তারা ফুরফুরার, এবং তারাই এই কমিটিতে থাকবেন। এখানে জেলা প্রশাসনের দেওয়া তালিকায় সদস্যদের তারা মানবেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বিক্ষোভ চলছে। ডি এম এবং বিডিও এসে সমস্যা সমাধান না করলে আন্দোলন চালিয়ে যাবে তারা। অন্যদিকে, রাস্তা কেটে দেওয়ার ফলে চরম বিক্ষোভের মুখে পরে সাধারণ মানুষ। প্রায় দুই ফুট গভীর গর্ত খুঁড়ে দেওয়া হয়। সাইকেল বা মোটরসাইকেল কিছুই পারাপার হতে পারছে না। খবর পেয়ে ছুটে আসেন জাঙ্গীপাড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পরে হুগলী জেলা পুলিশের উচ্চ পদাধিকারী উপস্থিত হয়। তাতেও কোনো সুরাহা হয়নি। বিক্ষোভকারীরা দের দাবি, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বরখাস্ত করা ও ফুরফুরা শরীফের সুন্দর রাস্তা তৈরি সহ দূর্নীতি মুক্ত ফুরফুরা শরীফ গড়তে গ্রামবাসীরা আন্দোলন চালিয়ে যাবে বলে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct