আপনজন ডেস্ক: কোভিড উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি, তার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে নতুন আতঙ্ক মাঙ্কিপক্স। গত ১০ দিনে অন্তত ৭ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত যারা মাঙ্কিপক্সের সংক্রমণের শিকার তাদের বেশিরভাগই সমকামী। তাই দেশটির সমকামী নারী-পুরুষদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি অন্যান্যদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, চলতি বছরের গত ৭ মে সর্বপ্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর খোঁজ মেলে লন্ডনে। ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। তাই বিশেষজ্ঞদের ধারণা ছিল, আফ্রিকাতেই কোনোভাবে ওই ব্যক্তি এই ভাইরাসের সংস্পর্শে আসেন। এরপর খুব দ্রুত আরও ৬ জন আক্রান্ত হয় এই রোগে। যদিও মাঙ্কিপক্স প্রাণঘাতি কোনো রোগ নয়। কয়েক সপ্তাহের মধ্যেই সেরে ওঠে রোগী। তবে এর নির্দিষ্ট কোনো চিকিৎসাপদ্ধতি এখনও অজানা। তাই ত্বকে যেকোনো ধরনের সন্দেহজনক ক্ষত দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানিয়ে দিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct