আপনজন ডেস্ক: এবারের আইপিএলটা একদমই ভালো কাটেনি মুম্বাই ইন্ডিয়ানসের। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার সবার শেষে রোহিত শর্মার দল। ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরারও যে টুর্নামেন্টটি ভালো কেটেছে, তা বলা যাবে না। কিন্তু কাল স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয় পেসারদের মধ্যে অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩ রানে হেরে যাওয়া ম্যাচে ৪ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন বুমরা। এই উইকেটটি নিয়ে এবারের আইপিএলে তাঁর শিকার-সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে বুমরার উইকেটের সংখ্যা এখন ২৫০টি। ওয়াশিংটন সুন্দরকে আউট করে ভারতের প্রথম পেসার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বুমরা। ভারতের পেসারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট শিকারে তাঁর পরেই আছেন ভুবনেশ্বর কুমার। সব মিলিয়ে তিনি উইকেট নিয়েছেন ২২৩টি। ভারতীয় বোলারদের মধ্যে সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বুমরা। স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতের বোলারদের মধ্যে তাঁর চেয়ে বেশি উইকেট আছে চারজনের, চারজনই স্পিনার। ২৭৪ উইকেট নিয়ে সবার ওপরে আছেন রবিচন্দ্রন অশ্বিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct