আপনজন ডেস্ক: কোনো বল হয়নি, এমন হিসেব দেখিয়েই স্পেল শেষ হয়ে যেতে পারত। নিজের প্রথম বলটাই ছিল ফুল টস। কোমরের বেশি উচ্চতায় বলে নো বল। সঙ্গে বাই রান এল একটি। পরের বলটি ওয়াইড, বাউন্সার ব্যাটসম্যানের নাগালে ছিল না বলে। পরের বলটাও বাউন্সার। রোহিত শর্মা ঠিকমতো খেলতে পারেননি, ব্যাটে নয়, হেলমেটে লেগেছিল সেটা। আম্পায়ার তবু চার দিলেন। সঙ্গে নো বল, ওভারে দ্বিতীয় বাউন্সার দেওয়ায়। কোনো বল না করে আট রান দেওয়া উমরানের পরের বলটা আবার ফুল টস, একটু ওপরে উঠলে আরেকটি নো বল হতো। আর বোলিং থেকে সরে যেতে হতো তাঁকে। একে ফুল টস, তার ওপর ফ্রি–হিট। মাঠের যেখানে খুশি পাঠাতে পারতেন রোহিত। কিন্তু একটু আগেই মাথায় আঘাত পাওয়া রোহিত শুধু লেগ বাইয়ের ব্যবস্থা করলেন ১৫৪ কিলোমিটার গতির সে বলের। পরের বলটি ৯০ মাইল ছাড়ানো বল ছিল, ঠিকমতো খেলতে না পারলেও ব্যাটের কোনা লেগেছিল ঈশান কিষানের। তাতেই উইকেটকিপারের মাথার ওপর দিয়ে ছক্কা। দুই বলে ১৫ রান, বোলার উমর মালিক।
মুম্বাই ইন্ডিয়ানসকে ৩ রানে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার নায়কের নামটাও উমরান মালিক! প্র থম দুই বলে লাইন–লেংথের বালাই না থাকলেও গতিতে যে অস্বস্তি জন্ম দিয়েছিলেন দুই ব্যাটসম্যানের মনে, সেটা কত বড় অস্ত্র, তা পরের চার বলে মাত্র দুই রান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। এ কারণেই তাঁর হাতে বল আবার তুলে দিতে দুবার ভাবেননি কেইন উইলিয়ামসন। ১৯৪ রানের লক্ষ্যে নামা মুম্বাইয়ের শুরুটা ছিল নিয়ন্ত্রিত। পাওয়ারপ্লেতে ৫১ রান তোলা মুম্বাই পরের দুই ওভারে তুলেছিল মাত্র ১০ রান। মালিকের এক ওভারেই ১৭ রান হঠাৎ করে মুম্বাইয়ের রানরেট অনেক ভালো করে দেয়। পরের ওভারে অভিষেক শর্মা দেন ১১ রান। ১০ ওভার শেষে বিনা উইকেটে ৮৯ রান ঝড় তোলার আদর্শ প্ল্যাটফর্ম। পরের ওভার থেকেই ঝামেলার শুরু। ওয়াশিংটন সুন্দরের বলে ৩৬ বলে ৪৮ রান তোলা রোহিত শর্মা আউট। পরের ওভার করতে এসে প্রথম দুই বলে ৬ রান দিলেন উমরান, শোধ নিলেন তৃতীয় বলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct