আপনজন ডেস্ক: ইতালিয়ান সিরি আ লীগে শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ম্যাচটিতে জিততেই হতো ইন্টার মিলানকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ এনে দিলেন সেই আরাধ্য জয়। তার জোড়া গোলে রোববার কালিয়ারিকে ৩-১ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে আতালান্তাকে ২-০তে উড়িয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে এসি মিলান। ৩৭ ম্যাচে মিলানের সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইন্টার। শেষ রাউন্ডে এসি মিলান ড্র করলেও ইন্টারের সঙ্গে হেড টু হেড রেকর্ডে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে। ২২শে মে শেষ রাউন্ডে মিলান খেলবে সাসুওলোর বিপক্ষে। একই দিন সাম্পদোরিয়ার মুখোমুখি হবে ইন্টার মিলান। ওই দুই ম্যাচের ফলাফলের ওপরেই নির্ভর করবে সিরি আ’র শিরোপা ভাগ্য। ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি বলেন, ‘আমরা পিছিয়ে আছি। আমাদের জয় দরকার আর ওদের (এসি মিলান) হার। এমনটা পূর্বে ঘটেছে। আমি যখন লাজিওতে ছিলাম, এমন পরিস্থিতি থেকে লীগ জিতেছি। জুভেন্টাসের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে ছিলাম। এরপর জুভেন্টাস পেরুজিয়ার কাছে হেরে যায়। আমরা শেষ রাউন্ডে জিতে চ্যাম্পিয়ন হই। কাজেই এটা ঘটতে পারে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct