আপনজন ডেস্ক: সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৬৬ বছর বয়সী হাসান শেখ মোহাম্মদ। রোববার দীর্ঘ সময় ধরে চলা নির্বাচনের পর নির্বাচিত হন তিনি। এবার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোমালিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হাসান শেখ মোহাম্মদ। দেশটির সরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ৩৬ জন প্রার্থীকে নিয়ে ম্যারাথন ভোটের পর সংসদীয় কর্মকর্তারা সাবেক প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের পক্ষে ১৬৫ ভোট গণনা করেন, যা বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদকে পরাজিত করার জন্য যথেষ্ট। পরে মোহাম্মদ আবদুল্লাহি পরাজয় স্বীকার করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct