আপনজন ডেস্ক: বিশ্বে এ বছর অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। ফলে সবচেয়ে দামি কোম্পানির তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল শীর্ষস্থান হারিয়েছে। আর সেই শীর্ষস্থান দুই বছর পর পুনরুদ্ধার করেছে সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদনকারী কোম্পানি আরামকো। চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-মার্চে আরামকোর লাভ ছাড়িয়েছে ৮০ শতাংশের বেশি। আরামকোর বর্তমানে নেট আয় দাঁড়িয়েছে ৩৯ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে। যা গত বছরের চেয়ে ২১.৭ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct