আপনজন ডেস্ক: প্রায় দেড় বছর আগে শেষবার মেদিনীপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ এবার ফের আজ মঙ্গলবার ও কাল বুধবার মেদিনীপুরে সফর করবেন ৷ ২০২০ সালের অক্টোবর মাসের পরে মেদিনীপুর শহরে উপস্থিত হচ্ছেন তিনি ৷ ১৭ ও ১৮ মে দুদিন ধরে মেদিনীপুরে সফর ৷ যার প্রথম দিনে প্রশাসনিক বৈঠক, পরদিন প্রকাশ্য কর্মী সভা মেদিনীপুর কলেজ মাঠে ৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছে বুথ স্তরীয় প্রকাশ্য কর্মী সম্মেলন ৷ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে প্রথম প্রকাশ্য কর্মী সম্মেলন বলেই দাবি টিএমসি কর্মীদের ৷ এই সফরে প্রশাসনিক সভাথেকে ১৩০ টি প্রকল্পের উদ্বোধন ও ৮৬ টি প্রকল্পের শিলান্যাস করবেন ৷ সব থেকে বড় উপহার পশ্চিম মেদিনীপুরে পর্যটনে নতুন একাধিক উদ্বোধন ৷ দুদিনের কর্মীসুচী সেরে মুখ্যমন্ত্রী ১৮ মে বিকালে রওয়ানা দেবেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে ৷ অনুরূপ দুদিনের কর্মসুচী রয়েছে সেখানেও ৷ জেলা প্রশাসনের সুত্রে জানা গিয়েছে,১৭ মে মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷ ওই দিন বেলা ২ টা নাগাদ হেলিকপ্টারে করে মঙ্গলবার দুপুরে মেদিনীপুর কলেজ মাঠে হাজির হবেন মুখ্যমন্ত্রী ৷তার আগেই কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন দফতরের আধিকারিকরা ভলভো বাসে করে হাজির হবেন মেদিনীপুর শহরের প্রদ্যোত স্মৃতি সদনে ৷ সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সচীবরা যেমন থাকবেন তেমনি বিধায়ক নেতা মন্ত্রীরাও থাকবেন সেখানে ৷ ৭০০ আসনের এই সভা ঘরে প্রশাসনিক বৈঠক হবে মূলত জঙ্গলমহলের এই জেলার উন্নয়ন পর্যালোচনা বিষয় নিয়ে৷ এই স্থান থেকেই তিনি ১৩০ টি প্রকল্পের উদ্বোধন ও ৮৬ টি প্রকল্পের শিলন্যাস করবেন ৷ বেলা৩ টা থেকে প্রশাসনিক বৈঠক হবে ৷প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন- জেলার পর্যটন মানচিত্রে এবার উল্লেখ্য পরিবর্তন হবে ৷ মুখ্যমন্ত্রীর হাত ধরে কর্ণগড় পেতে চলেছে প্রত্নতত্ত্বের স্বীকৃতি। খড়্গপুরে সাইকেল হাবের জন্য ২০ এক জমি বরাদ্দ করা হবে ৷ জেলার কংসাবতী ও শীলাবতী নদীর ওপরে দুটি সেতুর নির্মাণে বরাদ্দ ঘোষণা করবেন।
মেদিনীপুর শহরের পাশে কংসাবতী নদীতে গান্ধীঘাট এলাকাতে পাকা ঘাট নির্মানে বরাদ্দ হবে ৷ এছাড়াও গড়বেতার গনগনির পর্যটন প্রসানে বরাদ্দ ঘোষণা করবেন তিনি ৷ ঘাটালে দাঁতনে দুটি বিদ্যুতিক চুল্লির জন্য বরাদ্দ করবেন তিনি ৷এরপরও থাকছে সবং এ দমকল, খড়্গপুরে সুফল বাংলার স্টল প্রভৃতি ৷ এরপরেও আগের বরাদ্দ বা ঘোষনা করা কাজগুলির কতোখানি হয়েছে তাও দেখবেন তিনি ৷ প্রথমদিন বিকেল পর্যন্ত প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে রওয়ানা দেবেন ৷ রাতে থাকবেন মেদিনীপুর সার্কিট হাউসে ৷ পরদিন বুধবার মেদিনীপুর কলেজ মাঠে বুথ কর্মীদের নিয়ে বুথস্তরের মহা সম্মেলন করবেন ৷ যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় এক লক্ষ তৃণমূলের কর্মী হাজির হবেন বলে জানিয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা ৷ সুজয় হাজরা বলেন-” নেত্রী চারবছর পরে জেলাতে প্রকাশ্য কর্মীসভা করবেন ৷ ফলে উত্সাহ তো রয়েছে ৷ বহু কর্মীরা হাজির হবেন ৷ প্রতিকূল আবহওয়া হতে পারে ধরে নিয়েই প্রস্তুতি শুরু হয়েছে ৷ মুলত পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের তৈরী করাই লক্ষ্য ৷ রাজ্যের বিভিন্ন কর্মসুচী নেত্রী ঐতিহাসিক মেদিনীপুর থেকেই করে থাকেন ৷ এবারও তাই করবেন ৷ ‘
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct