সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: আগামী জুলাই মাসে আমেরিকার মিশিগান এ অনুষ্ঠিত হবে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড ফুটবল প্রতিযোগিতা। সেখানে ভারতের হয়ে খেলায় অংশগ্রহন করতে দেখা যাবে বীরভূমের এক কলেজ পড়ুয়া বিশেষ চাহিদা সম্পন্ন, আদিবাসী ছাত্রী পাপিয়া মুর্মুকে। তাই তার খেলার শিক্ষকের তত্ত্বাবধানে জোর কদমে চলছে প্রশিক্ষণের অনুশীলন। বীরভূম জেলার সিউড়ী-১নং ব্লকের কাঁটাবুনি গ্রামে ফুটবলার এই পাপিয়া মুর্মুর বাড়ি।সে সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রথম বর্ষের ছাত্রী।আগামী জুলাই মাসে পাপিয়া স্পেশাল অলিম্পিকে ভারতীয় ইউনিফায়েড মহিলা দলের হয়ে অংশ নেবে। এতথ্য জানিয়েছেন জেলা সমগ্র শিক্ষা মিশনের কো-অর্ডিনেটর শুকদেব চক্রবর্তী। অলিম্পিক ভারতের পক্ষ থেকে সেই চিঠি এসে পৌঁছেছে জেলায়। সেই কথা জানানোর পাশাপাশি পাপিয়ার জন্য পাসপোর্ট ও তৈরি রাখতে বলা হয়েছে।ফুটবলার হিসেবে জেলা থেকে আমেরিকার মিশিগান এ অনুষ্ঠিত হতে যাওয়া খেলায় অংশ গ্রহণ করার খবরে জেলার সমস্ত স্তরে খুশির হাওয়া, সেই সাথে চলছে শুভেচ্ছা জ্ঞাপন সরকারি বেসরকারি সহ বিভিন্ন ব্যাক্তিদের মাধ্যমে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct