আপনজন ডেস্ক: চেন্নাই সুপার কিংসের আর কিছু পাওয়ার বা হারানোর নেই। গুজরাট টাইটানসেরও প্লে-অফ আগেই নিশ্চিত হয়ে গেছে, বাকি ছিল শুধু সেরা দুইয়ে জায়গা নিশ্চিত করা। তাতে যে প্লে-অফের অ্যালিমিনেটরের বদলে কোয়ালিফায়ারে সুযোগ মেলে, একটির জায়গায় ফাইনালে ওঠার দুটি সুযোগ পাওয়া যায়। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ে লেজেগোবরে করায় সহজেই লক্ষ্য পূরণ হয়ে গেল হার্দিক পান্ডিয়ার গুজরাটের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ধোনির চেন্নাই ব্যাটিংয়ের শুরু ও শেষে পথ হারিয়ে করতে পেরেছে মাত্র ৫ উইকেটে ১৩৩ রান। সে লক্ষ্য অনায়াসেই পেরিয়ে গেছে পান্ডিয়ার গুজরাট। ৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে গুজরাতের পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গেল। এ মুহূর্তে অবশ্য ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে গুজরাত। তিনে থাকা রাজস্থান রয়্যালসের (১২ ম্যাচে ১৪ পয়েন্ট) পক্ষে বাকি দুই ম্যাচে আর গুজরাটকে টপকে যাওয়া সম্ভব নয়। দুইয়ে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসই (১২ ম্যাচে ১৬ পয়েন্ট) গুজরাতকে টপকে যেতে পারবে কি না, তা-ও এক প্রশ্ন। ১০ দলের আইপিএলে এই মুহূর্তে নবম চেন্নাইয়ের পয়েন্ট ১৩ ম্যাচে ৮। দুই দলের ব্যাটিংয়ে শুরু আর শেষের কয়েক ওভারই সম্ভবত পার্থক্যটা গড়ে দিয়েছে। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুর প্রথম চার ওভার আর শেষ পাঁচ ওভার—এই ৯ ওভারে কোনো বাউন্ডারিই মারতে পারেনি চেন্নাই। প্রথম চার ওভার ইনিংসের শুরুতে গুছিয়ে নেওয়ার সময় হতে পারে, তবে পাওয়ারপ্লের ছয় ওভারের চার ওভারেই কোনো বাউন্ডারি না পাওয়া, সেই চার ওভার থেকে ১ উইকেট হারিয়ে মাত্র ১৫ রান তোলা—শুরুতেই পিছিয়ে দিয়েছে চেন্নাইকে। চতুর্থ উইকেটে ডেভিড মিলারের (২০ বলে ১৫) সঙ্গে ৩৭ রানের জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ঋদ্ধিমান। শেষ ওভারের প্রথম বলে তাঁর অষ্টম চারেই জয় নিশ্চিত হয় গুজরাতের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct