আপনজন ডেস্ক: পঞ্জাব দখলের পর এবার আম অদমি পার্টি একে একে পা বাড়াচ্ছে অন্য রাজ্যে। ইতিমধ্যে তাতে সাফল্যও পাচ্ছে। অসমের একটি পুরসভায় প্রার্থী দিয়ে জয়ী হয়েছে আম আদমি পার্টি। তাই সেখানে যখন জোরকদমে রাজনৈতিক লড়াইয়ে প্রবেশ করতে কেজরিওয়াল যাওয়ার মনস্থ করেছেন তখন কেরল যাত্রার করার চিত্র সামনে এল। এবার দক্ষিণী রাজ্য কেরলে বিচরণ করছেন কেজরিওয়াল। বাম দুর্গ বলে পরিচিত কেরলে প্রবশে করেই কেজরিওয়াল দৃঢ় প্রত্যয়ে বলছেন, কেরলে তাঁর দল ‘আপ’ই ক্ষমতায় আসবে। এর জন্য তিনি এক সামাজিক সংগঠনের সঙ্গে জোট বেঁঢ়েছেন। রবিবার সেই জোটের ঘোষণা করলেন আপ সুপ্রিমো। যে জোটের তিনি নাম দিয়েছেন ‘পিপলস ওয়েলফেয়ার অ্যালায়েন্স (পিডব্লিউএ)’। তবে কেরলে কিন্তু কোনও কৃষক, আদিবাসী বা শ্রমিক সংগঠন না। কেজরিওয়ালের দলের জোটশরিক পোশাক নির্মাতা সংস্থা কিটেক্স গ্রুপের সামাজিক সংগঠন ‘টুয়েনটি২০’। কেরল ছাড়া এই নাম অন্য রাজ্যে তেমন পরিচিত নয়। তবে, জোটশরিক বাছাইয়ের ক্ষেত্রে এমন আঞ্চলিক সংগঠনের ওপরই ভরসা রাখছেন আপ সুপ্রিমো। যে রীতি তিনি কেরলেও বজায় রাখলেন। কিটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাবু এম জ্যাকব। তিনি আবার স্বেচ্ছাসেবী সংগঠন টুয়েনটি২০-রও মুখ্য সংযোজক। আপ সুপ্রিমোর সঙ্গে মিলে জ্যাকব কোচির কাছে কিজক্কাম্বালামে রবিবার সভা করেন। সেই সভাতেই নতুন জোটের ঘোষণা করেছেন কেজরিওয়াল। শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জোট!কিন্তু এই প্রথম কোনও সামাজিক সংগঠনের সঙ্গে জোট করায় সাফল্য নিয়ে যদিও সংশয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct