রবিঠাকুর
শীলা সোম
____________
রবিঠাকুর, তুমি মোদের অতি আপনজন,
তোমায় নিয়ে গর্ব মোদের, সদাই সর্বক্ষণ।
রবির কিরণ প্রখর যখন, তপ্ত ধরণীতল,
ধরার বুকে এসেই, করেছো তুমি শীতল।
তোমার পরশে, আকাশ জুড়ে এলো মেঘমালা,
বজ্র মাণিক দিয়ে গাঁথা, পড়লো জয়ের মালা।
শ্যমলতায় উঠলো ভরে মোদের এই দেশ,
শারদ প্রাতে রাত পোহালো, মনে খুশীর রেশ।
ঘরে ঘরে উঠল ধান, নবান্ন উৎসব,
পৌষের ডালা উঠলো ভরে, শীতের কলরব।
রাঙিয়ে দিলে বসন্তে যে সবার উত্তরীয়,
তাইতো তুমি বিশ্বকবি, মোদের সবার প্রিয়।
ঋতু চক্রের আবর্তনে, এ খেলা চিরন্তন,
হয় কত দিনবদল, কত যে পরিবর্তন,
অমর তুমি সবার মনে, এটা সবাই মানি,
তোমার কদর কমবে না, সবাই মোরা জানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct