রাকিবুল ইসলাম,হরিহরপাড়া,আপনজন: রমরমিয়ে চলছে রক্তের দালাল চক্র। মুর্শিদাবাদের সদর বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন হরিহরপাড়ার এক রোগীর অস্ত্রোপচারের জন্য রক্ত প্রয়োজন। কিন্তু ব্লাডব্যাঙ্কে রক্ত নেই। ফোন মারফত রক্তের সন্ধান পান ওই রোগীর জামাই। শুক্রবার বহরমপুরের পঞ্চাননতলা মোড়েসিদ্ধান্ত ব্যানার্জী ব্যক্তি সেই রক্ত তাকে দিতে আসে। আর তখনই সেই রক্তের দালালকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদ করতেই ওই রোগীর আত্মীয় রাকিবুল সেখ বলেন, চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন কিন্তু আমি রক্ত পাচ্ছিলাম না। সেইকারনে ৩ হাজার টাকার বিনিময়ে রক্ত কিনেছি। আগে ২৫০০ টাকা দিয়েছিলাম। রক্ত হাতে পেয়ে আরো ৫০০টাকা দিয়েছি। প্রথমে অস্বীকার করলেও জেরা করতেই রক্ত বিক্রির কথা স্বীকার করে ওই ব্যক্তি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct