নাজিম আক্তার,চাঁচল,আপনজন: মেয়ে নাকি ধান সেদ্ধ করতে পারে না।এই নিয়ে প্রায়শই ঝগড়া লেগে থাকত মেয়ের শ্বশুরবাড়িতে।ঝগড়ার কথা শুনতে পেয়েই বাবা ভিন রাজ্য হায়দরাবাদ থেকে দুই দিন আগে বাড়ি ফিরেছিলেন।মেয়ের শ্বশুরবাড়িতে ঝগড়ার মীমাংসা করতে গিয়ে প্রতিবেশীর হাতে খুন হতে হলো বাবাকে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার হলদিবাড়ি এলাকায়।মৃতের নাম আব্দুল হক(৪০)।ভিন রাজ্য হায়দরাবাদে টাওয়ারের কাজ করতো।তার পরিবারে রয়েছে স্ত্রী তারাফুল বিবি ও চার মেয়ে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল হকের মেয়ে চুমকি বিবির বিগত কয়েক বছর আগে বিয়ে হয় হলদিবাড়ি এলাকার রুস্তম শেখের সাথে।মাঝেমধ্যেই চুমকির পরিবারে গন্ডগোল লেগেই থাকতো।সে মত শুক্রবার চুমকির বাবা আব্দুল হক সেই গন্ডগোলের মীমাংসা করতে আসে মেয়ের শ্বশুর বাড়িতে।এরপর প্রতিবেশী বাবলু শেখের সাথে তার কথা কাটাকাটি হয় এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুইজন।সেই বিবাদ কে কেন্দ্র করে আব্দুল হককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মারে বাবলু হক সহ মোট আটজন।তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন শনিবার সকালে মৃত্যু হয় আব্দুল হকের।মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা গ্রামে। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েগেছে বলে জানা যায়।পুরো ঘটনা তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct