মহামেডান-১ (আজহারউদ্দিন।) গোকুলাম-২(রশিদ,এমিল বেনি।)
মোস্তাফিজুর রহমান,কলকাতা,আপনজন: ছোঁয়া হল না অধরা মাধুরী!হাতছানি ছিল স্বপ্ন ছোঁয়ার। তৈরি হতে পারতো নতুন ইতিহাস। কিন্তু, সেই পুরনো গল্প। ঘরে-বাইরে আবারও বাংলাকে টেক্কা দিল কেরালা।সন্তোষের পর আই লিগেও অসন্তোষ!মাস্ট উইন ম্যাচে ১-২ গোলে হেরে মাঠে হাজির, হাজার চল্লিশেক সমর্থককে চরম হতাশ করলো চের্ণিশভের ছেলেরা।শনিবার সন্ধ্যায় তেঁড়েফুঁড়ে শুরু করে মহামেডান।কিন্তু অসম লড়াইয়ে খেই হারিয়ে ফেলে তারা। প্রথমার্ধ গোল শূন্য থাকলেও, গোকুলামের আক্রমন ছিল চোখে পড়ার মতো।পক্ষান্তরে, মহামেডান স্পোর্টিংও বেশ কয়েকটি সুযোগ পায়, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ব্রান্ডন, মার্কাসরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে রশিদের গোলে এগোয় কেরলের দলটি (১-০)। ৫৭ মিনিটে মার্কাসের শট আজহারউদ্দিনের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢোকে।সমতা ফিরিয়ে আশা জাগালেও,তা ক্ষনেকের ব্যবধানেই আবার পিছোয় সাদাকালো বাহিনী। ৬১ মিনিটে এমিল বেনি (২-১) এগিয়ে দেন গোকুলামকে।বাকি সময়ে গোকুলাম কিছুটা রক্ষণাত্বক খোলসে ঢুকে যায়।কারন কাজের কাজ ততক্ষনে হয়ে গেছে। ফলে আর গোল সংখ্যা বাড়েনি।অতএব, আবারও কাপ যাচ্ছে কেরালায়!এদিন,সমর্থকরা রাশিয়ান কোচ আন্দ্রে চের্নিশভের সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেন হেনরিকে ব্যবহার না করার কারণে। যদিও সমর্থকদের রাগের বৈধ কারন আছে।তীরে এসে তরী ডুবলে,কার না খারাপ লাগে!হাতের কাছে হেনরি থাকলেও, তাঁকে ব্যবহার না করে কাপ জিততে একপ্রকার গোকুলামকে সাহায্য করলেন রাশিয়ান ভদ্রলোক!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct