আপনজন ডেস্ক: জুনে ভোট হওয়ার কথা পাহাড়ের ৩৯৬ টি গোর্খা সংখ্যাগরিষ্ঠ মৌজা নিয়ে গঠিত জিটিএ-র। সেই ভোটের আগে গোর্খা নেতা বিমল গুরুং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দাবি করলেন, পাহাড়ের রাজনৈতিক সমাধান করে তবেই নির্বাচন হোক। এর ফলে ফের উসকে দিলেন গোর্খাল্যান্ডের প্রসঙ্গ, সেই ধারণা স্পষ্ট হচ্ছে। উল্লেখ্য, গতমাসেই পাহাড় সফরে গিয়ে ম্যুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জিটিএ-র নির্বাচন হবে জুন মাসে। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে নবান্ন। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জিটিএ ভোট না করার আবেদন জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করার পরেই জিটিএ ভোট করা উচিত হবে বলে জানিয়েছেন মোর্চা নেতা গুরুং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct