আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপি চলমান জরিপের বিরুদ্ধে জ্ঞানবাপি মসজিদ পরিচালনার আবেদনের শুনানি আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে হতে পারে। শনিবার শীর্ষ আদালতের ওয়েবসাইটে আপলোড করা এই নির্দেশ অনুযায়ী, জ্ঞানবাপি মসজিদের কাজকর্ম পরিচালনাকারী কমিটি অফ ম্যানেজমেন্ট আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদের আবেদনের শুনানি হবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। প্রস্তাবিত শুনানির তারিখ এখনও পর্যন্ত শীর্ষ আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়নি।
শুক্রবার, প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ মুসলিম পক্ষের আবেদনের ভিত্তিতে ধর্মীয় কমপ্লেক্সের চলমান জরিপের বিরুদ্ধে স্থিতাবস্থার কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিতে অস্বীকার করেছিল। বিচারপতি জে কে মাহেশ্বরী এবং হিমা কোহলির সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশে বলেছে, আবেদনকারীর পক্ষে উপস্থিত সিনিয়র কৌঁসুলি হুজেফা আহমাদি শুনানির দাবি করলে আমরা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি তালিকাভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছি। এদিকে, বারাণসীর জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের ভিডিওগ্রাফি জরিপ, যা স্থানীয় আদালতের আদেশের পরে শনিবার পুনরায় শুরু হয়। এবিষয়ে বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেট কৌশল রাজ শর্মা বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শনিবার জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সের ভিডিওগ্রাফি অনুষ্ঠিত হয় এবং জরিপের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রবিবারও এই সমীক্ষা চলবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এটি পরিচালিত হবে। বারাণসীর পুলিশ কমিশনার ও কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের একজন ট্রাস্টিও জরিপের সময় উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct