আপনজন ডেস্ক: আইপিএলের সবচেয়ে সফল দুই দল তারা। তবে এ মৌসুমটা মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের জন্য যাচ্ছে ভুলে যাওয়ার মতোই। মুম্বাই আনুষ্ঠানিকভাবে বাদ পড়েছে আগেই, চেন্নাইয়ের সুযোগ টিকে ছিল শুধু খাতা-কলমে। শেষ হয়ে গেল সেটিও। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের কাছে ৯৭ রানে গুটিয়ে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনির দল হেরেছে ৫ উইকেটে। গতবারের চ্যাম্পিয়নরা এবার বিদায় নিল গ্রুপপর্বের দুই ম্যাচ বাকি থাকতেই। পাওয়ারপ্লেতেই আজ দুই দল মিলে হারিয়েছে ৯ উইকেট। আইপিএলের ইতিহাসেই যৌথভাবে সর্বোচ্চ সেটি। চেন্নাই ৬ ওভারে ৩২ রান তুলতে হারিয়েছিল ৫ উইকেট, মুম্বাই ৪ উইকেট হারিয়েছিল ৩৬ রানে। তবে মুম্বাই পা হড়কায়নি সেভাবে পরে আর। আইপিএলের ‘এল ক্লাসিকো’তে মর্যাদা রক্ষার লড়াইয়ে জিতেছে তাই তারাই। টসে হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাইয়ের বিপর্যয় শুরু হয় ইনিংসের দ্বিতীয় বল থেকেই। স্যামসের বলে এলবিডব্লু হন ডেভন কনওয়ে। তবে বিদ্যুৎ–বিভ্রাটে সে সময় ছিল না রিভিউ। ২ বল পর মঈন আলীর উইকেট নিয়ে অবশ্য সংশয় ছিল না চেন্নাইয়ের। পাওয়ারপ্লের মধ্যেই ২৯ রান তুলতে তারা হারায় ৫ উইকেট—রবিন উথাপ্পা, রুতুরাজ গায়কোয়াড়ের পর ফেরেন আম্বাতি রাইডুও। ছয়ে নামা মহেন্দ্র সিং ধোনি ৩৩ বলে অপরাজিত থাকেন ৩৬ রান করে, তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর তিনজন। ডোয়াইন ব্রাভোর সঙ্গে ধোনির জুটিতে ওঠে ৩৯ রান। ১০০-ও তাই ছোঁয়া হয়নি চেন্নাইয়ের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct