আপনজন ডেস্ক: ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হল খড়গপুর শহরের ২৬ নম্বর ওয়ার্ডে সাউথ ডেভলপমেন্ট এলাকায়। তার জেরেই সংঘর্ষের ঘটনা। গুলি চালানো হল এক ব্যক্তির ওপর। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল দুজনকে।ওই এলাকার গুপ্তা ও সিং পরিবারের পারিবারিক বিভাগ দীর্ঘ পুরনো। বুধবার রাতে গুপ্তা পরিবারের এক সদস্য আদিত্য গুপ্ত বাড়ির বাইরে ফোনে কথা বলছিলেন। ওই সময় ওই রাস্তা দিয়ে সিং পরিবারের এক যুবতী যাওয়ার সময় আদিত্য তাকে কটুক্তি করে বলে অভিযোগ। তার থেকেই দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনার জেরে আদিত্য গুপ্তা ও তার বাবা সুনিল গুপ্তা কে লোকজন এনে বেধড়ক মারধর ও পরে গুলি করার ঘটনা ঘটে। নিজের জামাই বাবু কে উদ্ধার করতে গিয়ে প্রহৃত হন পাশের বাড়ির বাসিন্দা টিংকু রানা নামে আরও এক যুবক। রাতেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সকলকে ভর্তি করা হয় প্রথমে খড়গপুর হাসপাতলে। পরে সকালে সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সকলকে।টিংকু রানার দাবি-” পুরনো পারিবারিক শত্রুতা ছিল। তারপর গতকাল রাতে আমার ভাগ্না ফোনে কথা বলার সময় ওরা ভাবে পাশ দিয়ে যাওয়া প্রতিবেশীর বোনকে গালাগালি করেছে। তার জেরে এই গন্ডগোল তৈরি হয়। ওরা প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক এনে মারধর ও গুলি করেছে।”
ঘটনার পরে সেখানে হাজির হয়েছিল খরগপুর টাউন থানার পুলিশ। পুলিশ সুপার দিনেশ কুমার জানান-” এই ঘটনায় অভিযান চলছে, গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। স্থিতিশীল রয়েছে। গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct