আপনজন ডেস্ক: তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বারবার কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে দিল্লিতে ডাকা হচ্ছে? কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টের ভর্ত্সনার মুখে পড়ল ইডি।বৃহস্পতিবার এই মামলার শুনানি চলে সুপ্রিম কোর্টে। এদিন আদালতের প্রশ্নের উত্তর দিতে সময় চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মে।এদিন সুপ্রিম কোর্টে শুনানি পর্বেকয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদের বিষয়ে সুপ্রিম কোর্টে অশান্তির আশঙ্কা প্রকাশ করলো ইডি। বৃহস্পতিবার ইডি-র আইনজীবী এই বিষয়ে নারদ-কাণ্ডের তদন্তে সিবিআই আধিকারিকদের ঘেরাওয়ের প্রসঙ্গ আনেন। অশান্তির আশঙ্কার কথা জানিয়ে ইডির আইনজীবীর আবেদন , -’ কলকাতা পুলিশের তরফে যাতে ইডি-র তদন্তকারীদের সহযোগিতা করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক সুপ্রিম কোর্ট ‘।
আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তাই তত দিন পর্যন্ত ইডি-কে কোনও পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ।গত বছর মে মাসে নারদ মামলায় কয়েকজন হেভিওয়েট নেতা ও মন্ত্রীদের গ্রেফতার করে নিজাম প্যালেসের দফতরে এনেছিল সিবিআই। সে সময় ক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখায়, সুপ্রিম কোর্টে সেই প্রসঙ্গের উল্লেখ করে ইডি-র আইনজীবী জানিয়েছেন , - ‘ নারদ মামলায় অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় সিবিআই অফিসারদের ঘেরাওয়ের মুখে পড়তে হয়েছিল। ঠিক এ ক্ষেত্রেও অভিযুক্ত খুবই প্রভাবশালী ব্যক্তি ।’ জানা গেছে কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে অভিষেক পত্নী রুজিরা এক বারও ইডি-র সামনে হাজির হননি। গত ২১ এবং ২২ মার্চ অভিষেক ও রুজিরাকে দিল্লির ইডির দফতরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। তার আগেই সস্ত্রীক অভিষেক ইডি-র সমন জারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। কিন্তু হাইকোর্ট এই মামলায় কোনও রকম হস্তক্ষেপ করেনি। এর পর সুপ্রিম কোর্টে আবেদন জানান তিনি। অভিষেকের হয়ে জাতীয় কংগ্রেস এর সর্বভারতীয় নেতা তথা বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করছেন।
বারবার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ানোয় গত সপ্তাহে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউসকোর্ট। আগামী ২০ অগস্টের মধ্যে রুজিরা কে হাজিরা দিতে বলা হয়েছে।এরেই মধ্যে সুপ্রিম কোর্টে শুনানি পর্ব চলছে।আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে পুনরায় এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct