সম্প্রীতি মোল্লা, কলকাতা: তৃণমূল জমানায় শিক্ষক নিয়োগ নিয়ে আইনী জটিলতা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এক নির্দেশে ফের শিক্ষক নিয়োগে জটিলতা দেখা গেল ।নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। পাশাপাশি ২০১৬ সালের এসএলএসটির নম্বর প্রকাশেরও নির্দেশ দিয়েছে আদালত । এতে ফের অস্বস্তি বাড়ল স্কুল সার্ভিস কমিশনের । নবম-দশম শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল। এদিন এই স্থগিতাদেশ দেওয়া হয়। আগামী ১৭ জুন পর্যন্ত নবম-দশমে নতুন করে নিয়োগ করতে পারবে না রাজ্য। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগেও এসএলএসটি মামলায় একাধিক অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। সিবিআই তদন্ত এর নির্দেশ পর্যন্ত জারি করা হয়েছে। এই এসএলএসটি মামলার প্রেক্ষিতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসা করতেও এমন নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস। পরবর্তীকালে সেই নির্দেশে যদিও স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট।
এরইমধ্যে বৃহস্পতিবার একটি নতুন মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলাকারী এক পরীক্ষার্থী।মামলাকারীর দাবি -’ ২০১৭ সালে নবম-দশম নিয়োগের যে প্যানেল প্রকাশিত হয়েছিল সেই প্যানেলে কোনও নম্বর বলা ছিল না। যার ফলে পরীক্ষায় তাঁর কী স্থান, তা বুঝতে পারিনি’ । তার প্রেক্ষিতেই এদিন শুনানি হয়। এদিন আদালতের পর্যবেক্ষণ, - ‘যদি স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছই হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীদেরও তো ভরসা পাওয়ার কথা। কিন্তু এখানে পরীক্ষার্থীরা ভরসা পাচ্ছেন না’। তাই ফের এই প্যানেল প্রকাশের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় নম্বর-সহ মেধাতালিকা প্রকাশ করতে বললো কলকাতা হাইকোর্ট। নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে প্রায় ২০ হাজার নাম ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে বলে আদালতের নির্দেশ রয়েছে । এই তালিকা প্রকাশ না করা পর্যন্ত রাজ্য নতুন কোনও নিয়োগ করতে পারবে না। বৃহস্পতিবার নবম-দশম নিয়োগ সংক্রান্ত এক মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।নির্দেশে আদালত জানিয়েছে, তালিকায় নম্বর প্রকাশের সময় প্রাপ্ত নম্বরের বিস্তারিত দিতে হবে। প্রার্থীর লিখিত পরীক্ষা, সাক্ষাত্কার, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বরের বিস্তারিত দিতে হবে। এই তালিকা প্রকাশ না করে রাজ্য সরকার নবম-দশম শ্রেণিতে কোনও নিয়োগ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আদালত জানিয়েছে, তালিকা প্রকাশের পর সমস্ত প্রক্রিয়া শেষ না হাওয়া পর্যন্ত ১৭ জুন অবধি নতুন কোনও নিয়োগ করতে পারবে না রাজ্য।এদিন মামলাকারীর পক্ষের আইনজীবীরা জানিয়েছেন , - ‘’ গত ২০১৬ সালে নিয়োগের এই বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। এই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রকাশিত মেধাতালিকায় ব্যাপক গড়মিল নিয়ে অভিযোগ উঠছে। এই অভিযোগের ভিত্তিতেই এই মামলা।’ আগামী ১৭ জুন পর্যন্ত এই শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস।এখন দেখার রাজ্য সরকার চিরাচরিত পথে পুনরায় ডিভিশন বেঞ্চের দারস্থ হয় কিনা?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct