আপনজন ডেস্ক: রাশিয়া কৃষ্ণ সাগরের শহর ওডেসাতে মঙ্গলবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গুরুত্বপূর্ণ এ বন্দর অবরোধের মাধ্যমে রাশিয়া ইউক্রেনকে সমুদ্রপথে বিচ্ছিন্ন করে ফেলেছে যার ফলে দেশটির আমদানি-রফতানি বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে ইউক্রেনীয় নেতৃত্ব বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট সম্পর্কে সতর্ক করে দিয়েছে যদি রাশিয়া তাদের নৌ-অবরোধ না তোলে কিংবা শস্যের চালান ছেড়ে দেয়। ইউক্রেন বলেছে যে, ওডেসায় একটি শপিং সেন্টার এবং একটি গুদাম সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত করার পরে অগ্নিনির্বাপক কর্মীরা ওডেসায় আগুনের সাথে লড়াই করছে। এতে কমপক্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর ফেসবুকে পোস্ট করা ভিডিওতে উদ্ধারকারী দলগুলোকে ধ্বংসস্তূপ পরিস্কার করতে দেখা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct