আপনজন ডেস্ক: রাজ্যে বাম শাসনের অবসানের পর তৃণমূল কংগ্রেস জমানায় কেন্দ্রের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ওঠে বকেয়া না মেটানো নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বকেয়া না মেটানো নিয়ে বারে বারে অভিযোগ করে আসছেন। কিন্তু তাতে কেন্দ্রীয় সরকার তেমন আমল দেয়নি। বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র বকেয়া অর্থ না মেটানোয় সরব হন। বাংলার বিরুদ্ধে বঞ্চনার কথা উল্লেখ করে চিঠিও লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের তথ্য পরিসংখ্যানে দেশের মধ্যে ১০০ দিনের কাজে পশ্চিমবাংলা এক নম্বরে। অথচ সেই এমজিএনরেগা ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য টাকা না মেটাচ্ছে না বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এমজিএনরেগা প্রকল্পের ৬৫০০ কোটি টাকা পায়নি রাজ্য। ফলে সমস্যায় পড়েছেন শ্রমিকরা। এছাড়া আবাস যোজনায় ৩৬ লাখ বাড়ি করার কথাও উল্লেখ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct