আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ মধশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে মে মাসের শেষ সপ্তাহে। ইতিমধ্যে খাতার দেখার পর তার মূল্যায়ণের ৯০ শতায়শ কাজ সম্পন্ন হয়েছে। পর্ষদ সূত্রে তাই জানা যাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের ফল প্রকাশ হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে আরও জানা গেছে,, মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের কাজ প্রায় শেষ হওয়ার পর যে কাজ বাকি আছে, তাও আগামী সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ বোর্ডের ফলাফল মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে। আর একান্ত দেরি হলে জুনের প্রথম সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষায় প্রায় ১১,১৮,৮২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। গত বছরের তুলনায় যা বেশ খানিকটা বেশি। গত বছর ৫.৫৩,৫৭৩ জন ছাত্রী ও ৪,৪৩,৩০৪জন ছাত্র মাধ্যমিকে বসলেও এবছর ৬,২১,৯৩১জন ছাত্রী ও ৪,৮৬,৯৩১জন ছাত্র মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছে। মাধ্যমিক পরীক্ষার ফল অনলাইনে মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে দেখা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct