আপনজন ডেস্ক: তাজমহলের 'ইতিহাস' নিয়ে তদন্ত চেয়ে যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। ওই আবেদনে তাজমহলের বন্ধ থাকে ২২টি কক্ষের দরজা খুলে দেওয়ার কথা বলা হয়েছিল, যাতে ওই কক্ষ নিয়ে 'প্রকৃত সত্য' উদ্ঘাটিত হয়।এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের সামনে বিজেপির যুব মিডিয়া ইনচার্জ রজনীশ সিং এই আবেদনটি দায়ের করেছিলেন। তিনি আর্জি জানিয়েছিলেন তাজমহলের মধ্যে হিন্দু দেবদেবীদের মূর্তির উপস্থিতি নিশ্চিত করার জন্য তাজমহলের ২২ টি বন্ধ কক্ষ খুলে তার তদন্ত করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হোক।
উল্লেখ্য, মুঘল আমলের এই সৌধ তাজমহল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্ত। তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের সমাধি হিসাবে নির্মাণ করেছিলেন। মার্বেল স্মৃতিসৌধের সংকোচন ১৬৩২ সালে শুরু হয় এবং ১৬৫৩ সালে শেষ পর্যন্ত সম্পন্ন হতে ২২ বছর সময় লাগে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct